জিয়া বেঁচে থাকলে বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি হতেন : আইনমন্ত্রী

Slider রাজনীতি



সময় যতই লাগুক বঙ্গবন্ধুর খুনিদের রায় কার্যকর করা হবে আইনমন্ত্রী
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বেঁচে থাকলে বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি হতেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বুধবার (২৪ আগস্ট) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমানের জড়িত থাকার বিষয়টি প্রমাণের জন্য রকেট সায়েন্স লাগে না। তার কর্মকাণ্ডই তা প্রমাণ করে। জিয়াউর রহমান মারা না গেলে তিনি এ মামলার আসামি হতেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে যারা ষড়যন্ত্র করেছেন, তাদেরকে চিহ্নিত করতে সময়মতো একটি কমিশন অবশ্যই গঠন করা হবে। যদিও ষড়যন্ত্রকারীরা কমবেশি চিহ্নিত। তাদের কর্মকাণ্ডকে দলিল হিসেবে সংরক্ষণের জন্য কমিশন প্রয়োজন।

মন্ত্রী বলেন, প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে এ কমিশন গঠন করা হবে না। নতুন ও ভবিষ্যত প্রজন্মকে জানানোর জন্যই এ কমিশন গঠন করা হবে।
এ ছাড়া কাদের ব্যাপারে তাদের সাবধানতা অবলম্বন করা দরকার সেটা জানানোও এই কমিশনের উদ্দেশ্য বলে জানান আনিসুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *