বৃহস্পতিবারের অর্ধদিবস হরতাল সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে কয়েকটি ছাত্র সংগঠন। ইউরিয়া সার, জ্বালানি তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক বাম জোট এ হরতালের ডাকা দেয়।
বুধবার (২৪ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মশাল মিছিল বের করে প্রগতিশীল কয়েকটি ছাত্র সংগঠন। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে সমাবেশ করে।
সমাবেশে বক্তারা বলেন, সরকার সারের দাম বাড়িয়েছে, তেলের দাম বাড়িয়েছে। তেলের দাম বাড়ার কারণে দেশে সব নিত্যপণ্যের দাম বেড়ে গেছে। মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়ছে, শিক্ষার্থীরাও সমান ভুক্তভোগী। জনগণের প্রতি দায়িত্ব থাকলে কোনো সরকার এরকম কোনো কাজ করতে পারে না। আগামীকাল (বৃহস্পতিবার) বাম জোটের ডাকা হরতাল সমর্থনে রাজু ভাস্কর্য থেকে আমরা মিছিল নিয়ে যাবো। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সব ছাত্র-জনতাকে এ মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানায় তারা।
এদিকে, পৃথক বিক্ষোভ মিছিল করেছে ছাত্র ইউনিয়ন। কেন্দ্রীয় সভাপতি ফয়েজ উল্লাহ ও সাধারণ সম্পাদক দীপক শীলের নেতৃত্বে মিছিলে অংশ নেয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।