শেরপুরের নকলা উপজেলার কলাপাড়া গ্রামের কৃষক হানিফ (৪২) ছেলে পিয়াসকে (১১) নিয়ে প্রতিদিনের মতই সাইকেল চালিয়ে স্কুলে দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘাতক ট্রাক কেড়ে নিল বাবা ও ছেলের প্রাণ।
মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ৮টার দিকে নকলা সাব রেজিস্টার অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকের বডির নিচে ঝুলে ছিল দুর্ঘটনা কবলিত সাইকেলের সামনের অংশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিন কলাপাড়া গ্রামের কৃষক হানিফ তার পুত্র পঞ্চম শ্রেণির ছাত্র পিয়াসকে নিয়ে নকলা পৌর শহরের রইস উদ্দিন একাডেমিতে সাইকেলে করে যাওয়া-আসা করত। মঙ্গলবার স্কুলের পাশেই ঘুমন্ত এক ট্রাক ড্রাইভারের চাপায় পিষ্ট হয়ে বাবা হানিফ মৃত্যুবরণ করেন। অপরদিকে মেধাবী স্কুলছাত্র পিয়াসকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত তাকে ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ৯ নম্বর কলাপাড়া ওয়ার্ডের কমিশনার ইন্তাজ আলী।
এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান জানান, এরইমধ্যে ঘাতক ট্রাককে (ঢাকা মেট্রো-ট ২৪-৭১৩০) আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন এবং মামলার প্রস্তুতি চলছে।