গাজীপুর: কারাগারে আটক গাসিক মেয়র অধ্যাপক এম এ মান্নানকে তুতীয় দফায় এক দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে। আদালত জামিন আবেদন না মঞ্জুর করে পুনরায় কারাগারে প্রেরণ করেছেন।
সোমবার(১১ মে) দুপুরে জয়দেবপুর থানা পুলিশ গাসিক মেয়রকে এক দিনের রিমান্ড শেষে গাজীপুর আদালতে হাজির করে।
আদালত সূত্র জানায়, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ফারজানা হক রিমান্ড শেষে মেয়ররের জামিন আবেদন না মঞ্জুর করে পুনরায় কারাগারে প্রেরণেরে
নিদের্শ দেন।
১১ ফেব্রুয়ারী গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নানকে ঢাকার বাসা থেকে গ্র্রেফতার করে গাজীপুর পুলিশ। বর্তমানে মেয়ররের বিরুদ্ধে গাড়ি পোঁড়ানো, গাড়িতে অগ্নিসংযোগ করে হেল্পার হত্যা মামলা সহ মোট ৫টি মামলা রয়েছেন। এর মধ্যে তিনটি মামলায় এক দিন করে তিন দিনের রিমান্ডে নেয়া হয় তাকে। ৫টি মামলার মধ্যে একটি মামলায় আদালতে অভিযোগ পত্র দেয়া হয়। বাকী ৪টি মামলায় অভিযোগ পত্র তৈরীর পথে।