ষ্টাফ করেসপনডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: গাজীপুর জেলায় কর্মরত বিভিন্ন গনমাধ্যম কর্মী যারা হলুদ, ভেজাল ও রাজনৈতিক সাংবাদিকতা করে সাংবাদিক সম্পর্কে মানুষের মনে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি করছেন তাদের তালিকা প্রস্তুতের কাজ শুরু হয়েছে। সার্বিক বিষয় বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে গাজীপুর প্রেস ক্লাব।
সাংবাদিক শব্দটির অপ-প্রয়োগ করে যে সকল ব্যাক্তি, ব্যাক্তি ও গোষ্ঠির স্বার্থ চরিতার্থ করার কাজে লিপ্ত তাদের তালিকা করে গনমাধ্যমে প্রকাশ ও মিডিয়াগুলোর সম্পাদকদের নিকট প্রেরনের উদ্যোগ নেয়া হয়েছে। এই ক্ষেত্রে জেলার সকল উপজেলায় অবস্থিত প্রেস ক্লাব ও সাংবাদিক সংশ্লিষ্ট সংগঠনগুলোর সহযোগিতা নিয়ে অচিরেই শুদ্ধি অভিযান পরিচালনা করা হবে।
গাজীপুর প্রেস ক্লাবের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবাদিক পরিচয় দিয়ে কতিপয় ব্যাক্তি বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে তদ্বির, ঠিকাদারী কাজ, ব্যবসা বানিজ্য, রাজনৈতিক দলকে সহযোগিতা সহ নানা ধরণের অসাংবাদিকতামূলক কাজে লিপ্ত রয়েছেন। ওই সকল ব্যাক্তিদের জন্য গাজীপুরে কর্মরত প্রকৃত সাংবাদিকেরা পেশাগত কাজ করতে গিয়ে বার বার বাঁধার সম্মুখীন হচ্ছেন।
কতিপয় সাংবাদিক বিভিন্ন সরকারের সময় ক্ষমতাসীন দলের চাটুকারী করে দূর্নীতি ও অনিয়মকে সহযোগিতা করছেন। তারা সব সময় সরকারী দলের সাংবাদিক পরিচয় দিয়ে সাংবাদিক সমাজকে কুলসিত করছেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, কথিত সাংবাদিকদের আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সকল সরকারী কর্মচারী জনস্বার্থ ও রাষ্ট্রীয় স্বার্থ পরিপন্থী কাজে লিপ্ত রয়েছেন তাদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য উপাত্ত সংগ্রহ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য সরকারকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
দীর্ঘ সময় ধরে সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের দাবির প্রেক্ষিত্রে গাজীপুর প্রেস ক্লাব এই সিদ্ধান্তে উপনিত হয়।
এই অবস্থায়, প্রকৃত সাংবাদিক বাছাইয়ের কাজে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। যে কোন পরামর্শ দিতে নি¤œ লিখিত ই-মেইলে বার্তা প্রেরণের জন্য অনুরোধ করা হলো।