ধষর্ণচেষ্টার বিচার চাওয়ায় বাবাকে মারধর, এএসআই প্রত্যাহার

Slider নারী ও শিশু


পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণচেষ্টার বিচার চাওয়ায় তার বাবাকে মারধরের অভিযোগ ওঠেছে মানিকগঞ্জের শিবালয় থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আরিফ হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় ওই এএসআইকে প্রত্যাহার করা হয়েছে।
ধষর্ণচেষ্টার বিচার চাওয়ায় বাবাকে মারধর, এএসআই প্রত্যাহার

মারধরের শিকার ওই ব্যক্তির বাড়ি শিবালয় উপজেলায়। তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (২১ আগস্ট) সকালে শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নুরজাহান লাবনী এ তথ্য এ নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে শিবালয়ের রূপসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান মিয়ার ভাই রজ্জব ৫ বছর বয়সী এক শিশুকে ধষর্ণের চেষ্টা করেন। সে সময় শিশুটির বাবা ভয়ে থানায় মামলা করতে পারেননি। সপ্তাহখানেক আগে শিবালয় থানায় মামলা করেন তিনি।

শনিবার (২০ আগস্ট) সন্ধ্যায় মামলার খবর নিতে থানায় গেলে ডিউটি অফিসার এএসআই আরিফ হোসেন তার সঙ্গে খারাপ আচরণ করেন। একপর্যায়ে থানার ভেতরে তাকে মারধর করেন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

পুলিশ কর্মকর্তা নুরজাহান লাবণী বলেন, মারধরের ঘটনায় শনিবার (২০ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে এএসআই আরিফ হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। শিশুটির বাবার করা মামলার বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *