যুদ্ধে নেমেছেন বর্তমান জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহী। এ যুদ্ধ চলচ্চিত্রে নিজেকে টিকিয়ে রাখার যুদ্ধ। কারণ তার পাশে এখন আর প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া নেই। আর এটাই মাহীর জন্য বড় ধাক্কা। কারণ জাজ তাকে পর্দায় এনেছে, প্রতিটি ছবিতে অভিনয় করিয়েছে। জাজের চলচ্চিত্রগুলোতে বার বার নায়ক পরিবর্তন হলেও নায়িকা ছিলেন একজনই, তিনি মাহী। আর এসবের পেছনে জাজের কর্ণধার আবদুল আজীজের সঙ্গে মাহীর গভীর সুসম্পর্কই কারণ হিসেবে প্রচার চলচ্চিত্রপাড়ায়। কিন্তু সেই সম্পর্ক নাকি আর নেই। তাই মাহীও জাজ থেকে আউট। তার জায়গায় এসেছেন নতুন অভিনেত্রীরা। ঘটা করে ঢাক-ঢোল পিটিয়ে নতুন অভিনেত্রীদের পরিচয়ও করিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে চলচ্চিত্রপাড়ায় সবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য- ‘ঘটা করে শুধু নায়িকাদের পরিচয় করিয়ে দেওয়া হয়, নায়কদের দিকে কেউ তাকায় না। নায়করা আসলে কপালপোড়া’। যা হোক, জোয়ারের পর ভাটা আসে। মাহীরও ভাটার সময় চলছে। কিন্তু তিনি ঘুরে দাঁড়াতে পারবেন। কারণ তার সবচেয়ে বড় শক্তি দর্শক। তারা তাকে নায়িকা হিসেবে লুফে নিয়েছে। এখন শুধু মাহীর প্রয়োজন ঠিকঠাকভাবে কাজ করে যাওয়া। মাহী নাকি সে চিন্তা করেছেনও। মাঝে তিনি ‘অভিনয় ছাড়া’র ঘোষণা দিয়েছিলেন। সেটা যে তার আবেগ এবং ভুল ছিল, তা তিনি বুঝতে পেরেছেন। আর তাই এখন আবেগের বশবর্তী না হয়ে মাহী যুদ্ধ করে যাচ্ছেন নিজেকে টিকিয়ে রাখার জন্য। এ জন্য তিনি বিভিন্ন নির্মাতা এবং প্রযোজকের সঙ্গে মিটিংও করছেন। তার ঘনিষ্ঠরা জানিয়েছেন, মাহী আসলে একটি ভালো প্রতিষ্ঠান খুঁজছেন। যারা জাজের মতো বেশি বাজেটে ভালো ছবি করছেন। এরকম ভালো কিছু প্রতিষ্ঠানের সঙ্গে তিনি কথাও বলছেন, যাদের সঙ্গে নিয়মিত অভিনয় করবেন। সূত্র বলছে, শিগগিরই তিনি তার লক্ষ্যে পৌঁছেও যাবেন।