বগুড়া: চলতি বছর মে মাসের কাজ মূল্যায়ন করে ২২ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে।
রোববার (১০ মে) সন্ধ্যায় বগুড়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. গাজিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দুপুর ১২টার দিকে শুরু হওয়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে জেলা পুলিশের মে/১৫ মাসের কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা হিসেবে ২২ জনের হাতে বগুড়ার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক এই সম্মননা ক্রেস্ট তুলে দেন।
পুরস্কার প্রাপ্ত ব্যক্তিরা হলেন পুলিশ লাইন্স-এর রিজার্ভ ইন্সপেক্টর (আরআই) নুরুল হক মাতুব্বর, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার, শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ হাশমী, আদমদিঘী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দিন, শেরপুর থানার পরিদর্শক (ওসি/তদন্ত) মিজানুর রহমান, সদর ট্রাফিকের সার্জেন্ট মো. সালেকুজ্জামান খাঁন, ডিএসবি’র উপ-পরিদর্শক (এসআই, নিরস্ত্র) সাইদুর রহমান, স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই, নিরস্ত্র) সাইদুল আলম, শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই, নিরস্ত্র) জাহিদ হোসেন, কাহালু থানার উপ-পরিদর্শক (এসআই, নিরস্ত্র) জাকির হোসেন, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই, নিরস্ত্র) আরিফুল ইসলাম, পুলিশ লাইন্সের ফোর্স সুবেদার (এসআই, সশস্ত্র) হোসেন আলী, সদর কোর্টের সহাকারী উপ-পরিদর্শক (এএসআই, নিরস্ত্র) দেলোয়ার হোসেন, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী উপ-পরিদর্শক (এএসআই, নিরস্ত্র) মাহবুব আলম, পুলিশ লাইন্সের সহকারী উপ-পরিদর্শক (এএসআই, সশস্ত্র) একেএম তাহমিদুল আলম, সদর ট্রাফিকের কনস্টেবল দুলাল হোসেন, সদর কোর্টের কনস্টেবল সিরাজুল ইসলাম, পুলিশ অফিসের কনস্টেবল রেজাউল ইসলাম, ড্রাইভার কনস্টেবল শ্রী সুমন মজুমদার ও কনস্টেবল আশরাফুল ইসলাম।
এছাড়াও তালিকাভুক্ত আসামি গ্রেফতারে পুলিশকে সহায়তা করায় কাহালু থানার গ্রাম পুলিশের সদস্য শ্রী যোগেন্দ্র চন্দ্র বর্মনকে পুলিশ সুপার নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (পূর্ব) আব্দুল ওয়ারীশ, সিনিয়র এএসপি (এ-সার্কেল) মোহাম্মদ নাজির আহমেদ খাঁন, সিনিয়র এএসপি (বি-সার্কেল) উজ্জল কুমার রায়, এএসপি (সদর) গাজিউর রহমান, পুলিশ লাইন্স হাসপাতালের মেডিকেল অফিসার সোহরাব হোসেনসহ জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।