সোয়া কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার

Slider অর্থ ও বাণিজ্য


টিসিবির জন্য প্রায় ২০৫ কোটি টাকায় সোয়া কোটি লিটার সয়াবিন তেল কিনতে যাচ্ছে সরকার। নিম্ন আয়ের মানুষের জন্য পৃথক দুটি লটে এ তেল কেনা হবে।

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুল বারিক বলেন, প্রথম লটে ১৭৩ টাকা ৯৫ পয়সায় লিটার দরে সুপার অয়েল রিফাইনারির কাছ থেকে ৪০ লাখ লিটার এবং বাকি ৮৫ লাখ লিটার ১৭১ টাকা দরে বসুন্ধরা, সুনসিং এডিবল অয়েল ও সিনহা এডিবল অয়েলের কাছ থেকে কেনার প্রস্তাব অনুমোদন পেয়েছে।

এ ছাড়া স্থানীয় একাধিক কোম্পানির কাছ থেকে ১১১ টাকা কেজিতে ৫ হাজার টন মসুর ডাল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

আবদুল বারিক আরও বলেন, সভায় ১৬টি প্রস্তাব উপস্থাপন করলে সবগুলো প্রস্তাবই অনুমোদন দেওয়া হয়েছে। এরমধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের ৭টি, শিল্প মন্ত্রণালয়ের ৪টি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একটি এবং স্থানীয় সরকার বিভাগের একটি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ৩টি প্রস্তাবনা ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *