ঢাবি শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ: জামায়াতের নিন্দা

Slider রাজনীতি

Jamat_e_Islam_sm1_714202200
ঢাকা: পহেলা বৈশাখে নারীদের শ্লীলতাহানীর ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ ও আটক করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী।

রোববার (১০ মে) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের পক্ষে সংগঠনের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে আটক ছাত্রদের মুক্তি, শ্লীলতাহানীর ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের গ্রেফতার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে নারীর শ্লীলতাহানীর ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে রোববার দুপুরে পুর্ব-নির্ধারিত কর্মসূচি
অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কার্যলয় ঘেরাও করতে গেলে পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে এবং ঘটনাস্থল থেকে কয়েকজন শিক্ষর্থীকে গ্রেফতার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *