রাজধানীর চকবাজারে পলিথিন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনটিতে থাকা খাবার হোটেলের মালিক ফখরুদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ আগস্ট) ভোরে চকবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম।
পুলিশের এই কর্মকর্তা বলেন, সোমবার চকবাজার থানায় মামলা করেন অগ্নিকাণ্ডে নিহত রুবেলের বড় ভাই মোহাম্মদ আলী। পরে অভিযান চালিয়ে ওই ভবনের রেস্তোরাঁ মালিককে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ভবনটির মালিক ও কারখানা মালিককে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, সোমবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে রাজধানীর চকবাজারে পলিথিন কারখানায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে দুপুর ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। বিকেল পৌনে ৫টার দিকে আগুন লাগা ভবন থকে ছয়জনের মরদেহ উদ্ধার করে দমকল কর্মীরা।