ঢাকা: কারাগারে থাকা নাগরিক ঐক্য’র আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মুক্তির দাবিতে মানববন্ধন করেছে নাগরিক ছাত্র ঐক্য।
রোববার (১০ মে) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে বক্তারা বলেন, মাহমুদুর রহমান মান্না বর্তমান সরকারের ষড়যন্ত্রের শিকার। তাকে কারাগারে বন্দি করে সরকার দেশকে সন্ত্রাসের ক্ষেত্রে পরিণত করছে। স্বৈরাচারী এ সরকারকে এখনই প্রতিহত করতে হবে।
সরকার ষড়যন্ত্র করে ক্ষমতা দখল করে আছে মন্তব্য করে বক্তারা আরও বলেন, সরকারের মুখোশ উন্মোচন হয়ে যাবে বলেই মান্নাকে এভাবে আটকে রাখা হয়েছে।
গণতন্ত্র প্রতিষ্ঠায় মাহমুদুর রহমান মান্নার মতো একজন নেতা প্রয়োজন বলে মন্তব্য করেন তারা।
মানববন্ধন থেকে অবিলম্বে মাহমুদুর রহমান মান্নার মুক্তির দাবি জানানো হয়।
নাগরিক ছাত্র ঐক্যের আহ্বায়ক নাজমুল হাসানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, নাগরিক ঐক্যের ঢাকা মহাগর উত্তরের আহ্বায়ক শহীদুল্লাহ কায়সার, সদস্য সচিব মুঈদ হাসান তড়িৎ, শরীফ আকন্দ প্রমুখ।