গাজীপুর: কাশিমপুর কারাগারে আটক বিএনপি সরকারের মন্ত্রী ড. খন্দকার মোশারফ হোসেন শংকামুক্ত রয়েছেন। বাথ রুমে মাথা ঘুরে পড়ে গিয়ে নিজেই উঠতে
পেরেছেন তিনি। খন্দকার মোশারফের প্রাথমিক চিকিৎসার পর কারা চিকিৎসক মো. শাহাদৎ হোসেন সাংবাদিকদের এই কথা বলেছেন।
রোববার(১০ মে) সন্ধ্যায় কাশিমপুর কারাগার পার্ট-২ এর জেলার ফরিদুর রহমানরুবেল সাংবাদিকদের এ তথ্য রিশ্চিত করেছেন।
কারাসূত্র জানায়, নামাজ পড়ার জন্য ওজু করতে গিয়ে কাশিমপুর কারাগারে বাথরুমে পড়ে গিয়েছিলেন কারাবন্দি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তবে এতে তিনি কোন ধরণের জখম হননি। পড়ে যাবার পর নিজে নিজেই ওঠে দাঁড়ান। এরপর কারা চিকিৎসক মোঃ শাহাদৎ হোসেন তার চিকিৎসা করেন। তিনি বর্তমানে সুস্থ আছেন বলে জানিয়েছে কারা সূত্র।