মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে শাওন নামে এক যুবকের লাঞ্ছনা সইতে না পেরে স্কুলছাত্রী আত্মহনন করেছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার। এ ঘটনার পর থেকে শাওন ও তার পরিবারের লোকজন পলাতক। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।
নিহতের বাবা চান মিয়া ও স্বজনরা জানান, সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পুটিয়া গ্রামের মোতালেব হাওলাদারের ছেলে শাওন দুই বছর ধরে স্কুলে যাওয়া-আসার পথে নবম শ্রেণীর ছাত্রী সাথী আক্তারকে উত্ত্যক্ত করত। এ নিয়ে শাওনের পরিবারের কাছে কয়েকবার নালিশও করা হয়েছে। এতে শাওন আরও বেপরোয়া হয়ে ওঠে। শনিবার বিকেলে স্কুল থেকে ফেরার পথে লাঞ্ছিত করে শাওন। এ অপমান আর সহ্য করতে না পেরে রাতেই বিষপান করে পৃথিবী থেকে বিদায় নেয় সাথী।
রাস্তি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইদ্রিস শিকদার বলেন, ‘এলাকার চেয়ারম্যান এ নিয়ে বেশ কয়েকবার সালিশ করেছেন। তারপরও এর কোনো প্রতিকার না হওয়ায় এ ঘটনা ঘটেছে।’
মাদারীপুর চরমুগরিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) ভীম কুমার দেবনাথ বিশ্বজিৎ জানান, খবর পেয়ে পুলিশ রবিবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তদন্ত শেষে দোষীদের আইনের আওতায় আনা হবে