রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকজন আহত হোন।
বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সাবেক ছাত্রদল নেতা নয়নের অনুসারীরা কেরানীগঞ্জ থেকে আসা বিএনপির এক কর্মীর মোবাইল ভেঙে ফেলে। এ নিয়ে প্রথমে দুই গ্রুপের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে তা মারামারি পর্যন্ত গড়ায়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বিএনপির নেত্রী নিপুণ রায়চৌধুরী মারামারি থামাতে গেলে তার ওপর চড়াও হন নেতাকর্মীরা।
আহতরা হলেন ঢাকা জেলা ছাত্রদলের সদস্য সচিব পাভেল মোল্লা, ঢাকা জেলা তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হীরা হোসেন, যুবদল নেতা বাদল হোসেন, বিএনপির নেতা আল আমিন আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এর আগে, দুপুর ২টার দিকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, লোডশেডিং, বাসভাড়া বৃদ্ধিসহ ভোলায় পুলিশের গুলিতে বিএনপি দুজনের মৃত্যুর ঘটনায় ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি আয়োজনে এ সবাবেশ শুরু হয়।
সমাবেশের কারণে নয়াপল্টন এলাকার ভিআইপি সড়কের দুইপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিএনপির এই সমাবেশ ঘিরে যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।