শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসে বৃহস্পতিবার থাইল্যান্ড যাচ্ছেন। দুটি সূত্র এ খবর জানিয়েছে।
শ্রীলঙ্কায় বিক্ষোভের জেরে গত ১৪ জুলাই দেশ ছেড়ে পালাতে বাধ্য হন রাজাপাকসে। হাজার হাজার বিক্ষোভকারী তার বাসভবন ও কার্যালয়ে হামলা চালান। সে সময় সেনাবাহিনীর সহায়তায় পরিবার নিয়ে সিঙ্গাপুরে যান। এরপর পদত্যাগ করেন। আগামীকাল সেখান থেকে থাইল্যান্ড যাওয়ার কথা রয়েছে তার।
নাম প্রকাশ না করার শর্তে দুটি সূত্র জানায়, সাবেক প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসে বৃহস্পতিবার সিঙ্গাপুর ছেড়ে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাচ্ছেন।
তবে এ ব্যাপারে শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রী কোনো মন্তব্য করেননি।
এই বিষয়ে থাই সরকারের নারী মুখপাত্র রাতচাদা থানাদিরেক রয়টার্সকে বলেন ‘কোনো মন্তব্য করতে চাই না’।
এদিকে শ্রীলঙ্কা ছাড়ার পর থেকে রাজাপাকসেকে জনসম্মুখে এখনো পর্যন্ত দেখা যায়নি এবং সিঙ্গাপুরের সরকার চলতি মাসে বলেছে যে, এই রাষ্ট্র তাকে বিশেষ কোনো সুযোগ-সুবিধা দেয়নি।
সূত্র : কলম্বো গেজেট