কুয়াকাটা-ঢাকা রুটে প্রথমবারের মতো চালু হয়েছে অত্যাধুনিক ডাবল ডেকার ইউরো কোচ নামে একটি পরিবহন। সোমবার সকালে কলাপাড়া বাস টার্মিনালে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এর উদ্বোধন করেন পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। এসময় শ্রমিকলীগ উপজেলা শাখার সভাপতি হীরা হাওলদার স্বপনসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পদ্মা সেতু চালু হওয়ায় পর থেকেই সাগরকন্যা কুয়াকাটায় দেশী-বিদেশি পর্যটকরা আসতে শুরু করেছে। তাই পর্যটকদের কথা চিন্তা করে স্লিপার কোচ সার্ভিস চালু হয়। এই পরিবহনে রয়েছে এয়ারকন্ডিশনসহ ফ্রি ওয়াইফাই ও সিসি ক্যামেরার ব্যবস্থা। এই পরিবহন প্রতিদিন কুয়াকাটা থেকে ঢাকার আবদুল্লাহপুর আসা-যাওয়া করবে।
ইউরো কোচের কলাপাড়া কাউন্টার ইনচার্জ মো. জব্বার সরদার বলেন, প্রাথমিকভাবে এই কোচে যাতায়তের জন্য সিঙ্গেল কেবিন ১৫০০ ও ডাবল কেবিন ৩ হাজার টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। তবে পরবর্তী সময়ে এই ভাড়া কমানো বা বাড়ানো হতে পারে।