রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী বরাবর বৃহস্পতিবার বিকালে পাঠানো এক ফ্যাক্সবার্তায় এ আদেশ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জসিম উদ্দিন হায়দার স্বাক্ষরিত এ চিঠিতে আগামী তিন দিনের মধ্যে প্যানেল মেয়রকে দায়িত্ব হস্তান্তর করতে বলা হয়েছে। সিনিয়র সহকারী সচিব জসিম উদ্দিন হায়দার সংবাদ মাধ্যমকে বলেন, মেয়রের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ২০০৯ সালের সিটি করপোরেশন আইনের ১২ এর ১ ধারা অনুযায়ী তাকে বরখাস্ত করা হয়েছে। নাশকতার তিন মামলাসহ মোট ১৬টি মামলার আসামি বুলবুল তিন মাসের বেশি সময় ধরে আত্মগোপনে আছেন।