আর সময় বেশি নাই, হয়তো আর দু-চারজন নূরে আলমের রক্তের মধ্য দিয়েই শেখ হাসিনাকে ক্ষমতা থেকে টেনে-হিঁচড়ে নামাব বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।
তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতা থেকে নামলে তখন বিএনপি ক্ষমতায় যাবে। আর এসবের জন্য আজকে থেকে প্রস্তুতি নিতে হবে।
শনিবার (৬ আগস্ট) নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
পুলিশের গুলিতে ভোলায় নিহত ছাত্রদল সভাপতি নূরে আলমের মৃত্যুর প্রতিবাদে এদিন প্রতিবাদ সমাবেশ পালন করে ছাত্রদল নেতাকর্মীরা। বেলা সাড়ে ১২টার কিছু পরে সমাবেশ মঞ্চে উঠে আব্দুস সালাম বলেন, যে করেই হোক সরকারকে ক্ষমতা থেকে নামাতে হবে। আর তাই বেশি সময় নেই, আর দু-চারজন নূরে আলমের রক্তের মধ্য দিয়েই শেখ হাসিনাকে আমরা ক্ষমতা থেকে টেনে-হিঁচড়ে নামাব। আর তখন বিএনপি ক্ষমতা যাবে।
সমাবেশে গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন বলেন, যে জ্বালানির তেল বাড়ানো হয়েছে, সেই জ্বালানির তেল দিয়ে এই সরকারকে তছনছ করে দিতে হবে। তাদের ছারখার করে দিতে হবে।
বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি সমাবেশে বলেন, আগামী দিনে শুধু হরতাল নয়, কঠিন- কঠোর কর্মসূচি দিয়ে সরকারের পতনকে নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রুখে দিতে হবে। এ সময়ের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নিতে নির্দেশ দেন বিএনপির এ নেতা।