লাফিয়ে বাড়ল সবজির দাম

Slider অর্থ ও বাণিজ্য


সব ধরনের সবজির দাম কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়েছে। হঠাৎ লাফিয়ে সবজির দাম বাড়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা।

শনিবার (০৬ আগস্ট) ভোরে সরেজমিনে নওগাঁর পাইকারি আড়তে দেখা যায়, এক সপ্তাহ আগের কাঁচা মরিচের যেন ভিন্ন চেহারা। কেজিতে লাফিয়ে দাম বেড়েছে ১১০ টাকা। মরিচ ছাড়াও বেগুন পটোল, করলা, ঝিঙে, আলু বরবটি, কালাইসহ সব ধরনের সবজির দাম বেড়েছে ১৫ থেকে ২০ টাকা।

সবজির বেপারিরা বলছেন, চাহিদার তুলনায় আড়তে কমেছে সবজির সরবরাহ। আর চাষিদের অভিযোগ, তীব্র খরায় নষ্ট হয়ে গেছে সবজিক্ষেত তাই আসছে না কাঙ্ক্ষিত ফলন।

এদিকে হঠাৎ সবজির দর বেড়ে যাওয়ায় আয় ব্যয়ের হিসাব মিলাতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা।

নওগাঁ পৌর সবজি বাজার সমিতির সাধারণ সম্পাদক মো. আনছার আলী জানান, নওগাঁর পাইকারি আড়তে ভোর থেকে দুপুর পর্যন্ত প্রতিদিন ৫০০ থেকে ৬০০ মন সবজি বেচাকেনা হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য বলছে, চলতি মওসুমে জেলায় প্রায় ৩৫ হাজার হেক্টর জমিতে গ্রীষ্মকালীন নানা জাতের সবজির চাষাবাদ হয়েছে। যেখান থেকে প্রায় সাড়ে ৪ লাখ মেট্রিক টন সবজি পাওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়, কিন্তু তীব্র খরার কারণে উৎপাদন কিছুটা ব্যাহত হয়েছে।

নওগাঁর পাইকারি মোকামে কেজিপ্রতি সবজির দর

সবজির নাম গত সপ্তাহ চলতি সপ্তাহ

বেগুন ৩০ টাকা ৪৫ টাকা
পটোল ২৫ টাকা ৩৫ টাকা
আলু ৩০ টাকা ৩৫ টাকা
পেঁয়াজ ৩৫ টাকা ৩০ টাকা
মিষ্টি লাউ ২০ টাকা ২৫ টাকা
ঢেঁড়স ১০ টাকা ২৫ টাকা
ঝিঙে ২০ টাকা ৩০ টাকা
কাঁচা মরিচ ১২০ টাকা ২২০ টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *