পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে রাশিয়ান জাহাজ

Slider জাতীয়


রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য দ্বিতীয় চালান নিয়ে লাইব্রেরিয়ান পতাকাবাহী জাহাজ এমভি ড্রাগনবল মোংলা বন্দরের হারবারিয়ার ৭ নং বয়ায় নোঙ্গরে করেছে।

শুক্রবার বিকালে ৫ হাজার ৬০১ মেট্রিক টন কার্গো পণ্য নিয়ে মোংলা নোঙ্গর করার পরপরই খালাস কাজ শুরু হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা এ তথ্য নিশ্চিত করেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পণ্য খালাসকারী ঠিকাদার প্রতিষ্ঠান নুরু এন্ড সন্সের মালিক এইচ এম দুলাল জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৫ হাজার ৬০১ মেট্রিক টন মেশিনারিজ পণ্য নিয়ে রাশিয়ার তামারুক বন্দর থেকে জাহাজটি মোংলা বন্দরে উদ্দেশে ছেড়ে আসে। এ জাহাজে ১৫ জন নাবিক রয়েছেন। শুক্রবার বিকালে জাহাজটি মোংলা নোঙ্গর করার পরপরই খালাস কাজ শুরু হয়েছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালের পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর তীরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *