তামিমের ফিফটি, বাংলাদেশের ১০০

Slider খেলা


শুরুতে পেসারদের বলে ছিল মুভমেন্ট। কঠিন সময় পাড় করতে হয়েছে তামিম ইকবাল ও লিটন দাসকে।
সময়ের সঙ্গে মানিয়ে নিচ্ছেন তারা। তামিম তো পেয়ে গেলেন হাফ সেঞ্চুরিও। দলও পেয়েছে শত রানের দেখা।
তামিমের ক্যারিয়ারে ৫৪তম হাফ সেঞ্চুরি এটি। জীবন পেলেও তামিমকে এখন অবধি সঙ্গ দিচ্ছেন লিটন দাস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। ২৩ ওভার ২ বল খেলে করেছে ১০০ রান। তামিম-লিটন জুটির এটি চতুর্থ শতরান পাড় করা।

টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন তামিম ও লিটন। পাওয়ার প্লের ১০ ওভারেই তারা জুটির ফিফটি করে ফেলেন। বাংলাদেশের দলীয় সংগ্রহ হয় ৫১ রান।

ওয়ানডেতে ইনিংস উদ্বোধনে এসে তামিম ও লিটন সপ্তমবারের মতো ৫০ রানের জুটির দেখা পান। বাংলাদেশের দুই ওপেনারের মধ্যে এর চেয়ে বেশি ৫০ রানের জুটি আছে দুটি। ইমরুল কায়েস ও সৌম্য সরকারকে নিয়ে ১১টি করে ৫০ রানের জুটি গড়েছিলেন তামিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *