তুমি যখন আকাশ, মন তোমার বিশাল,
তোমার বুকে লক্ষ্য তারা, চন্দ্র ও সূর্যের বসবাস।
আমি খুজেঁ দেখি কোথাও নাই আমার স্থান,
তাই আমি জড়াই অঙ্গে তোমার কস্টের নীল থান।
তুমি যখন সাগর, মন তোমার সিমাহীন গভীর,
তোমার কাছে ছুটে যায় ঝর্না ধারা আর নদী।
আমি তখন ও ভাবি, পাবে কি তোমার বুকে আমার আখিঁ জল বিন্দু মাত্র ঠাঁই।
আবারও তোমার স্রোতধারা ফিরিয়ে দেয় আমায় নিজ কিনারায়।
আমাকে অবাক করে তোমার নিরবতায়,
এই মনে উঠে হাজারো প্রশ্নের মালায়।
তোমার ভালবাসা বুঝতে পারবো বলো, গেলে কোন সীমানায়।
হঠাৎ ধমকা হাওয়ায় জড়ালে আমায়, আর হঠাৎ চলে যাওয়ার মাঝে নিজের অজান্তেই রেখে যাওয়া কিছু সৃতি দিয়ে গেলে উপহার আমায়। কস্টের নীল রং নিয়ে হয়তো কাটিয়ে দিবো জীবন। দূর থেকে দেখবো তুমি আছো অনেক সুখে,
আমি তবুও অপেক্ষায় কস্টের নীল চাদর জড়ায়ে আমার অঙ্গে।