ভোলায় বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের স্ত্রী খাদিজা বেগম ভোলা থানার ওসি (তদন্ত) আরমান সহ ৩৬ পুলিশ সদস্যকে আসামি করে মামালা দায়ের করেছেন ।
বৃহস্পতিবার ভোলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এই মামলাটি দায়ের করেন।
আদালত মামলা সংক্রান্ত সকল নথিপত্র এবং আলামত ৮ সেপ্টেম্বরের মধ্যে আদালতে পাঠানোর জন্য পুলিশকে নির্দেশ দেয়।
মামলায় বাদি উল্লেখ করেন, গত ৩১ জুলাই আসামিরা পরিকল্পিতভাবে গুলি করে তার স্বামী আবদুর রহিমকে হত্যা করেছে।
উল্লেখ্য, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলায় বিএনপি’র বিক্ষোভ মিছিল চলাকালে পুলিশের সাথে সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম নিহত হন।
ওই সময় পুলিশের গুলিতে গুরুতর আহত জেলা ছাত্রদলের সভাপতি নুরে-আলম গতকাল ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।