পিন্টুর মৃত্যুতে ছাত্রদলের কর্মসূচী

Slider জাতীয় রাজনীতি

1_79294

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুতে দুই দিনব্যাপী কর্মসূচী ঘোষণা করেছে ছাত্রদল। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচী ঘোষণা করেন।

বিবৃতিতে বলা হয়, মিথ্যা মামলায় বছরের পর বছর কারারুদ্ধ রেখে, উন্নত চিকিৎসার সুযোগ না দিয়ে তাকে (নাসির উদ্দিন পিন্টু) তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। বিনা প্রয়োজনে সুপরিকল্পিতভাবে রাজশাহী কারাগারে স্থানান্তর করে তাকে হত্যা করা হয়েছে। গত রবিবার দিন সকালে তিনি বুকে ব্যাথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ তাকে ঔষধ না দিয়ে এবং যথা সময়ে হাসপাতালে না নেওয়ায় তার মৃত্যু হয়। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ছাত্রদল ২ দিন ব্যাপী কর্মসূচী ঘোষণা করছে।

ঘোষিত কর্মসূচী অনুযায়ী বৃহ:স্পতিবার (৭ মে ২০১৫) বাদ আসর ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উদ্যেগে নয়াপল্টন বিএনপি কর্যালয়ের সমানে এবং শুক্রবার (৮ মে ২০১৫) দেশের সকল জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *