চাঁদপুরের মতলব উত্তরের মেঘনার ডুবোচরে ৪০০ যাত্রী নিয়ে এমভি সুন্দরবন-১১ নামে একটি লঞ্চ আটকা পড়েছে। তবে মঙ্গলবার (০২ আগস্ট) মধ্যরাতের এ ঘটনায় আটকেপড়া লঞ্চের যাত্রীদের উদ্ধার করেছে এমভি সুরভী-৭ নামে অপর আরেকটি লঞ্চ।
এর আগে রাতে এ ঘটনা ঘটে মোহনপুর এলাকার উল্টো দিকের একটি ডুবোচরে। এমন তথ্য নিশ্চিত করেছেন নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের প্রধান পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান।
তিনি জানান, গভীর রাতে রাজধানী সদরঘাট থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে যাওয়া ওই লঞ্চটি মোহনপুর এলাকার উল্টো দিকের একটি ডুবোচরে আটকা পড়ে। এ ঘটনার পর মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে আটকেপড়া লঞ্চের যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করেন।
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মাহমুদুল হাসান জানান, এমভি সুন্দরবন-১১ নামে যাত্রীবাহী লঞ্চের যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ কারণে চালক মেঘনার ডুবোচরে আটকে দেন লঞ্চটি। পরে ঢাকা থেকে অপর লঞ্চ এমভি সুরভী-৭ ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০০ যাত্রীকে উদ্ধার করে বরিশাল পৌঁছে দেয়।