২ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হয় চলচ্চিত্রের অন্যতম সফল এ জুটি। সুখে-দুঃখে ভালোবেসে দুজন দুজনার হয়ে দেখতে দেখতে দাম্পত্য জীবনের ২৭টি বছর পার করেছেন। ১৯৯৪ সালে পরিচালক দিলিপ সোম মৌসুমী-ওমর সানীকে নিয়ে নির্মাণ করেন ‘দোলা’ ছবিটি। এটি দিয়েই একসঙ্গে পথচলা শুরু। এক সময় তারা পর্দার রসায়ন থেকে বাস্তবের রসায়নে জড়িয়ে পড়েন। তার পর আসে ছাদনাতলায় বসার পালা। প্রেমের পূর্ণতা পায় বিয়েতে। ১৯৯৫ সালের ২ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন চলচ্চিত্রের অন্যতম সফল এ জুটি। সুখে-দুঃখে ভালোবেসে দুজন দুজনার হয়ে দেখতে দেখতে দাম্পত্য জীবনের ২৭টি বছর পার করেছেন প্রেমময় জীবন। ওমর সানী-মৌসুমীর সুখের সংসার আলোকিত করেছে দুই সন্তান। একজন পুত্র ফারদিন ও অন্যজন কন্যা ফাইজা। সম্প্রতি ফারদিনকে বিয়ের পিঁড়িতে বসিয়ে রীতিমতো মুরব্বির খাতায় নাম লেখালেন মৌসুমী-সানী। আজ এই জুটির বিবাহবার্ষিকী। ঢালিউড অভিনেত্রী মৌসুমী এ প্রসঙ্গে বলেন, ‘সবকিছুই ম্যানেজ করা যায়, কিন্তু সম্পর্কের ছন্দপতন খুব একটা করা যায় না। সম্পর্ক বেঁচে থাকে পরস্পরের প্রতি বিশ্বাস, শ্রদ্ধা আর ভালোবাসায়। শুধু দাম্পত্যে নয়, যে কোনো সম্পর্কেই বিশ্বাস ও শ্রদ্ধা থাকতে হবে। সংসারজীবনে স্বামী-স্ত্রী পরস্পরের স্যাক্রিফাইসের মানসিকতা থাকতে হবে।’
এ প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘আমাদের মধ্যে আত্মবিশ্বাস প্রবল। আমরা একে অন্যকে ছাড় দিই এবং আমাদের ভেতর বোঝাপড়াও অনেক ভালো। আর আমরা দুজনই আমাদের ছেলেমেয়েদের কথা অনেক চিন্তা করি।’