গাজীপুর: ঢাকা-মযমনসিংহ রেলরুটের গাজীপুর এলাকায় অনঅনুমোদিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস ছিটকে পড়ে ৪জন আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ঢাকা-ময়মনসিংহ রেলরুটের জয়দেবপুর-ভাওয়াল গাজীপুর স্টেশনের মাঝামাঝি স্থানে ফাউকাল নামক স্থানে ওই দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্র জানায়, ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেস ট্রেনটি ভাওয়াল গাজীপুর স্টেশন ছেড়ে জয়দেবপুর স্টেশনে আসার সময় ফাউকাল রেলক্রসিংয়ে একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। রেলওয়ের অনঅনুমোদিত(আন ম্যান গেট) ওই ক্রসিংয়ে ট্রেন না দেখে মাইক্রোবাস রেললাইনে উঠে যাওয়ায় ওই ঘটনা ঘটে। ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় মাইক্রোবাসটি পাশের একটি দোকানে ঢুকে যায়। এতে মাইক্রোেবাসের চালক ও পথচারী সহ ৪জন আহত হয়। তবে নিহত হওয়ার খবর
পাওয়া যায়নি।
জয়দেবপুর স্টেশনের প্রধান স্টেশন মাস্টার শহিদুল্লাহ জানান, দূর্ঘটনায় ট্রেন চলাচলে বিঘ্ন হয়নি। তবে আনম্যান গেট গুলো নিয়ন্ত্রনের দায়িত্ব সিটি করপোরেশনের।