রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (১ আগস্ট) সকাল ছয়টা থেকে মঙ্গলবার (২ আগস্ট) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
এ সময় তাদের হেফাজত থেকে ২ হাজার ১০৭ পিস ইয়াবা, ৭৪ গ্রাম ২৫ পুরিয়া হেরোইন, ৬৩ কেজি ৯২০ গ্রাম গাঁজা ও ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছে ডিএমপির গণমাধ্যম শাখা।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৩টি মামলা হয়েছে বলেও জানায় ডিএমপি।