রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘ট্রেন কখনো কাউকে ধাক্কা দেয় না, অন্যরা ট্রেনকে ধাক্কা দিয়ে দুর্ঘটনা ঘটায়। এর জন্য তো রেলওয়ে দায়ী হতে পারে না।’
সোমবার (০১ আগস্ট) দুপুরে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘরের দেশব্যাপী প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘রেল যখন চলাচল করে তখন আশপাশ দিয়ে ১৪৪ ধারা জারি থাকে। ট্রেন লাইনে চলে, অন্য কেউ ট্রেনের সঙ্গে ধাক্কা খাবে তার দায়িত্ব রেলওয়ের ওপর যাবে- এটা যুক্তিসঙ্গত নয়। ট্রেন কাউকে ধাক্কা দেয় না, অন্যরা এসে ধাক্কা দিয়ে রেলকে অনিরাপদ করবে, এর দায়িত্ব রেল নেবে না।’
অনুষ্ঠানে রেলওয়ের মহাপরিচালক ডি এন মজুমদার, অতিরিক্ত মহাপরিচালক মঞ্জুরুল আলম, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানসহ রেলওয়ের পশ্চিমাঞ্চলের কর্মকর্তারা বক্তব্য রাখেন।
পরে তিনি ফিতা কেটে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘরের দেশব্যাপী প্রদর্শনীর সূচনা করেন। এরপর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বিশেষ মোনাজাত করেন রেলমন্ত্রী।