সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ১১ জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে সরকার। রোববার (৩১ জুলাই) সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের একাধিক বিশ্বস্ত সূত্র বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে।
এদিকে নতুন বিচারপতি নিয়োগকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জ প্রস্তুত করা হয়েছে। ১১টি চেয়ার সারিবদ্ধ করে রাখা হয়েছে।
জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি নিয়োগ পাওয়া বিচারপতিদের শপথবাক্য পাঠ করাবেন।
আরও পড়ুন: হাইকোর্টের ৫০ বেঞ্চ গঠন করলেন প্রধান বিচারপতি
সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী, বিচারপতিদের নিয়োগ দেন রাষ্ট্রপতি। এরপর আইন মন্ত্রণালয় গেজেটের মাধ্যমে তা প্রকাশ করে। পরে প্রধান বিচারপতি নবনিযুক্ত বিচারপতিদের শপথ পড়ান। ওই শপথ গ্রহণের দিন থেকে পরবর্তী দুই বছরের জন্য অতিরিক্ত বিচারপতিদের নিয়োগ কার্যকর হয়।