চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রেবাসের ১১ যাত্রী নিহতের ঘটনায় গেটকিপার মো. সাদ্দাম হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শনিবার (৩০ জুলাই) বিকেলে চট্টগ্রাম সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারের আদালত এ আদেশ দেন।
চট্টগ্রাম জেলার কোর্ট পরিদর্শক জাকির হোসাইন মাহমুদ বলেন, মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় ১১ জন নিহতের ঘটনায় চট্টগ্রাম রেলওয়ে থানার মামলায় গ্রেফতার গেটকিপার সাদ্দাম হোসেনকে আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
শুক্রবার দুপুরে মিরসরাইয়ের খৈয়াছড়া এলাকায় মহানগর প্রভাতী ট্রেন ও পর্যটকবাহী মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনায় ১১ জন নিহত হন। এরই মধ্যে তাদের মরদেহগুলো পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে খৈয়াছড়া রেলক্রসিং এলাকার গেটকিপার সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি তাকে দায়িত্ব থেকে বরখাস্ত করে রেল কর্তৃপক্ষ।