সরকারি অফিস ও গাড়িতে এসি বন্ধ রাখার দাবি

Slider রাজনীতি


জনগণ দেশের মালিক; মালিক লোডশেডিংয়ে থাকবে আর কর্মচারীর অফিস ও গাড়িতে এসি চলবে তা হতে পারে না— এ যুক্তি তুলে ধরে দেশের সব সরকারি অফিস ও গাড়িতে এসি বন্ধ রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ।

শুক্রবার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে সংগঠনটির নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ আহ্বান জানান।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শের ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে বর্তমান প্রেক্ষাপটে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব সরকারি অফিস ও গাড়িতে এসি বন্ধ রাখা দরকার। জনগণ লোডশেডিংয়ের মধ্যে থাকবে আর অফিসে, গাড়িতে এসি চলবে এটা হতে পারে না।

মন্ত্রিসভা ছোট করার দাবি জানিয়ে বক্তারা আরও বলেন, বর্তমান মন্ত্রিসভা প্রায় অর্ধশত। মন্ত্রীসহ অনেকেই গাড়ি ব্যবহার করেন। এতে প্রচুর জ্বালানি ব্যয় হয়। জ্বালানি ব্যয় কমাতে ১০ সদস্যের মন্ত্রিপরিষদ গঠন জরুরি। তাই, মন্ত্রিসভা ছোট করতে হবে।

মানববন্ধনে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান এম এ ভাসানী, দৈনিক আজকের দর্পন এর নির্বাহী সম্পাদক অ্যাডভোকেট আল আমিন রিজভী, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সাধারণ সম্পাদক সমীর রঞ্জন দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *