নিকারাগুয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৬

Slider সারাবিশ্ব

মধ্য আমেরিকার উত্তরপশ্চিমাঞ্চলী একটি দেশে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। ১৩ জনই ভেনেজুয়েলার বাসিন্দা ছিল বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। খবর ফ্রান্স টুয়েন্টিফোরের।

বেপরোয়া গতি, উল্টে গেছে গাড়ি, চলছে উদ্ধার তৎপরতা।

বুধবার (২৭ জুলাই) স্থানীয় সময় রাতে মধ্য আমেরিকার উত্তরপশ্চিমাঞ্চলীয় দেশ নিকারাগুয়াতে বেপরোয়া গতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বেশ কয়েকজনের প্রাণহানি হয়।

খাদে পড়ে যাওয়ার আগে বাসটি আরও দুটি যানবাহনের সঙ্গে সংঘর্ষ হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। মরদেহগুলো উদ্ধার করা হয় মর্গে পাঠানো হয়।

নিহতদের মধ্য অধিকাংশই ভেনেজুয়েলার বাসিন্দা বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। দুই ব্যক্তির পরিচয় এখনো মেলেনি। বেশ কয়েক মাস আগে মেক্সিকোর ভিসাসংক্রান্ত বিধি নিষেধের কারণে ভেনেজুয়েলায় অভিবাসনপ্রত্যাশীরা মধ্য আমেরিকা এই সড়কটি ব্যবহার করে চলাচল করত বেশি। এমটিই জানায় সংশ্লিষ্টরা। নজরদারি এড়াতে বেপরোয়া গতিতে গাড়ি চালানোয় প্রায়ই মারাত্মক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *