গাজীপুরঃ আজ ২৮ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ, ১১.০০ ঘটিকায় র্যাব ফোর্সেস ট্রেনিং স্কুল, পোড়াবাড়ি, গাজীপুরে আভিযানিক মহড়া-২০২২ অনুষ্ঠিত হয়। উক্ত মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) তারিক আহমেদ সিদ্দিক, আরসিডিএস, পিএসসি। সভাপতিত্ব করেন জনাব চৌধুরী আবদুল্লাহ আল মামুন, বিপিএম (বার), পিপিএম, ডিজি র্যাব ফোর্সেস। মহড়ায় সম্মানিত অতিথি হিসেবে যোগ দেন জনাব মোল্যা নজরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার), পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
আভিযানিক মহড়া শেষে পুলিশ কমিশনার মহোদয় মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ও ডিজি র্যাব ফোর্সেস এর সাথে একান্ত আলাপচারিতায় মিলিত হন। এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা পুলিশ কমিশনার কর্তৃক গৃহীত রোড ডিসিপ্লিন আনায়ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং একে টেকসই করার আহবান জানিয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত দিকনির্দেশনা প্রদান করেন। পুলিশ কমিশনার মহোদয় প্রধান অতিথিকে চলমান অভিযানের ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে আশ্বস্ত করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, এডব্লিউসি, পিএসসি, কমান্ড্যান্ট, বাংলাদেশ সমরাস্ত্র কারখানা, র্যাব ফোর্সেস এবং স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সূত্রঃ মিডিয়া সেল, জিএমপি