গ্রাম বাংলা ডেস্ক: অন্যান্যবারের ন্যায় এবছরও রমজানের তৃতীয় দিন রাজনীতিবিদদের সাথে ইফতার করেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে রাজনীতিবিদদের সন্মানে এই ইফতারের আয়োজন করেন তিনি। এর আগে প্রথম রমজানে আলেম-উলামা ও এতিমদের সাথে নিয়ে রাজধানীর লেডিস কাবে ইফতার করেন খালেদা জিয়া। ইফতারে ২০ দলীয় ঐক্যজাট নেতাদের বাইরে বিকল্পধারা বাংলাদেশ, কৃষক শ্রমিক জনতা লীগ, জাসদ (রব) ও নাগরিক ঐক্যের নেতৃবৃন্দ অংশ নেন। তবে আওয়ামী লীগের সভানেত্রীসহ শীর্ষস্থানীয় নেতাদের এই ইফতারে আমন্ত্রণ জানানো হলেও তাদের কেউ আসেননি।
ইফতারের আগে খালেদা জিয়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের টেবিল ঘুরে কুশল বিনিময় করেন।
মূল মঞ্চে এলডিপির ড. কর্ণেল অলি আহমেদ, জামায়াতে ইসলামীর আবদুল হালিম, বিকল্পধারা বাংলাদেশ’র অবসরপ্রাপ্ত মেজর আবদুল মান্নান, জাতীয় পার্টি (কাজী জাফর) টি আই ফজলে রাব্বী, খেলাফত মজলিশের অধ্যক্ষ মুহাম্মদ ইসহাক, ইসলামি ঐক্যজোটের আবদুল লতিফ নেজামী, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ জাতীয় পার্টির আন্দালিব রহমান পার্থ, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ নেতাদের নিয়ে একসাথে ইফতার করেন বেগম খালেদা জিয়া।
ইফতারে জাসদের আসম আবদুর রব, আবদুল মালেক রতন, কৃষক শ্রমিক জনতা লীগের হাবিবুর রহমান তালুকদার, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না প্রমুখ নেতারা ছিলেন। তবে তারা মূল মঞ্চে বসেননি।
২০ দলীয় জোট নেতাদের মধ্যে জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, এলডিপির রেদোয়ান আহমেদ, শাহাদাত হোসেন সেলিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির শফিউল আলম প্রধান, খোন্দকার লুৎফর রহমান, ন্যাশনাল পিপলস পার্টির শেখ শওকত হোসেন নীলু, লেবার পার্টির মুস্তাফিজুর রহমান ইরান, হামদুল্লাহ আল মেহেদি, ন্যাশাল ডেমোক্রেটিক পার্টির খন্দকার গোলাম মুর্তজা, ন্যাপের জেবেল রহমান গাণি, গোলাম মোস্তফা ভুঁইয়া, ইসলামিক পার্টির আবদুল মোবিন, মুসলিম লীগের একাংশের এএইচ এম কামরুজ্জামান, অপর অংশের নুরুল হক মজুমদার, ন্যাপ-ভাসানীর আজহারুল ইসলাম, পিপলস লীগের গরীবে নেওয়াজ, জমিয়তে উলামা ইসলামের মুফতি মোহাম্মদ ওয়াক্কাস, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন আহমেদ মনি, সাম্যবাদী দলের সৈয়দ সাঈদ আহমেদ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই ইফতারে বিএনপি নেতাদের মধ্যে ড. আর এ গণি, ব্যারিস্টার মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, আ স ম হান্নান শাহ, জমিরউদ্দিন সরকার, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, এম মোরশেদ খান, আবদুল্লাহ আল নোমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, আবদুল মান্নান, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, মিজানুর রহমান মিনু, বরকত উল্লাহ বুলু, সালাহউদ্দিন আহমেদ, মাহবুবউদ্দিন খোকন, আবদুস সালাম, মাসুদ আহমেদ তালুকদার, সানাউল্লাহ মিয়া, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল আলম নীরব, আব্দুস সালাম আজাদ, আ ক ম মোজাম্মেল হোসেন, মীর নেওয়াজ আলী নেওয়াজ, খন্দকার মাশুকুর রহমান, শিরিন সুলতানা, হাফেজ আবদুল মালেক, শাহ নেসারুল হক, আবদুল কাদের ভুঁইয়া জুয়েলসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছিলেন।
এ ছাড়া গাজীপুরের মেয়র অধ্যাপক এম এ মান্নান, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, খুলনার মেয়র মনিরুজ্জামান মনি প্রমুখ ইফতারে অংশ নেন।