ঠাকুরগাঁওয়ে ইউপি নির্বাচনে পুলিশের সঙ্গে সংঘর্ষ, গুলিতে শিশু নিহত

Slider জাতীয়


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের বাচোর ইউপি নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে পুলিশের গুলিতে এক শিশু নিহত হয়েছেন।
বুধবার (২৭ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার বাচোর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ফলাফল ঘোষণা শেষে ইভিএম মেশিন নিয়ে ফেরার পথে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড নির্বাচনে বাবুল মিয়াকে বিজয়ী ঘোষণার পর ইভিএম মেশিন নিয়ে ফেরার পথে প্রতিপক্ষ মোরগ মার্কার খালিদুরের সমর্থকরা প্রশাসনকে বাধা দেয়। এ সময় তারা সড়কে গাছের গুড়ি ফেলে ব্যারিকেড দেয়। অপরদিকে পুলিশ শুরুতে টিয়ারশেল নিক্ষেপ করলে তারা আরও আক্রমণাত্মক হয়ে পুলিশের ওপর চড়াও হয়। এ সময় পুলিশের ছররা গুলিতে এক শিশু নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, উপজেলার বাচোর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের নির্বাচনের ফলাফল ঘোষণার পর সরঞ্জামাদি নিয়ে চলে যাওয়ার সময় পরাজিত প্রার্থী খালিদুরের সমর্থকরা সড়কে গাছের গুড়ি ফেলে ইট-পাটকেল ছুঁড়ে বাধা দেয়। সে কারণে পুলিশ বাধ্য হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে টিয়ারশেল নিক্ষেপ করে। এবং পরে রাবার বুলেট নিক্ষেপ করে।

জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর অতর্কিতভাবে হামলা চালানোর কারণেই গুলি চালাতে বাধ্য হয়েছে। এই ঘটনায় একজন শিশু নিহত হয়েছে, পাশাপাশি কয়েকজন আহত হয়েছে। এর মধ্যে পুলিশ সদস্যও থাকতে পারে। ঘটনাস্থলে যাওয়ার পর তা নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি।

এদিকে ঘটনার পর উপজেলা শহরের বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে এবং কাঠের গুড়ি ফেলে অবরোধ করে রেখেছে নিহত শিশুর স্বজন ও এলাকাবাসী। পাশাপাশি তারা উপজেলা প্রশাসন ভবনও ঘেরাও করে রেখেছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *