সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দারুণ ধারাবাহিকতা দেখিয়ে বাংলাদেশ টানা দ্বিতীয় জয় তুলে নিলো। বুধবার (২৭ জুলাই) নিজেদের দ্বিতীয় ম্যাচে তারা হারালো স্বাগতিক ভারতকে। ২০১৯ সালের ফাইনালে হারের শোধ তুলে নিলো একই স্কোরে। বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে ২-১ গোলে জিতেছে বাংলাদেশের যুবারা।
প্রথমার্ধেই পিয়াস আহমেদ নোভার জোড়া গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে গোল খেয়ে বসে তারা। শেষ পর্যন্ত জয় হয়েছে বাংলাদেশেরই। পিয়াসের জয়সূচক গোলে সাফল্য পায় তারা।
২৯তম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। প্রতিপক্ষের রক্ষণের ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে পিয়াস খুব কাছ থেকে করেন ১-০। ছয় মিনিট পর গুরকিরাত সিংয়ের চতুর ফিনিশিংয়ে সমতায় ফেরে স্বাগতিকরা।
প্রথমার্ধের শেষ মিনিটে তানকাধর নিজেদের বক্সে ফাউল করেন বাংলাদেশি খেলোয়াড়কে। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি পিয়াস।
আগের ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে শ্রীলঙ্কাকে হারায়। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা।
শুক্রবার মালদ্বীপের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।