রাবি ভর্তি পরীক্ষায় মাথায় ব্যান্ডেজ পরে প্রক্সি দিতে এসে আটক চিকিৎসক

Slider শিক্ষা


মাথায় ব্যান্ডেজ পড়ে অসুস্থ রোগী সেজে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রক্সি দিতে এসে আটক হয়েছেন এক চিকিৎসক।
রাবি ভর্তি পরীক্ষায় মাথায় ব্যান্ডেজ পরে প্রক্সি দিতে এসে আটক চিকিৎসক

মঙ্গলবার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার চতুর্থ শিফটে তাকে আটক করা হয়।

ওই চিকিৎসককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দিয়ে জেলে পাঠানো হয়েছে। পরে তাকে গ্রেফতার দেখিয়ে জেলে পাঠানো হয়।

আটক হওয়া ওই ব্যক্তির নাম ডা. সমের রায়। তিনি খুলনা মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র এবং খুলনার একটি বেসরকারি মেডিকেল কলেজের প্রভাষক দাবি করেছেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর।

জনসংযোগ দফতর প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বিষয়টি নিশ্চিত করে বলেন, রাহাত আমিন নামের একজনের হয়ে তিনি প্রক্সি দিতে এসেছিলেন। তিনি মাথায়, নাকে ও হাতে ব্যান্ডেজ পরে পরীক্ষা দিতে এসেছিল। যাতে তাকে চেনা না যায়।

তিনি খুলনার একটি মেডিকেল কলেজের প্রভাষক বলে দাবি করেছেন। তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে যার হয়ে প্রক্সি দিতে এসেছিল সেই রাহাত আমিনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ডা. সমের রায়ের আগে এদিন আরও তিনজন প্রক্সি দিতে এসে আটক হয়েছেন। তাদের প্রত্যেককে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *