মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় লালমনিরহাট জেলায় আরো দুজনের মৃত্যুতে দেশে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩১ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের দেয়া তথ্যানুসারে, ১৭ মে থেকে ২৬ জুলাই পর্যন্ত মোট মৃত্যুর রেকর্ড করা হয়েছে। এছাড়া এ সময়ের মধ্যে প্রায় ২৪ হাজার ৮৩৮ জন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
সর্বশেষ মৃত্যু বন্যার পানিতে ডুবে হয়েছে।
নিহতদের মধ্যে সিলেটে ৭৩ জন, ময়মনসিংহে ৪৩ জন, রংপুরে ১৪ জন এবং ঢাকা বিভাগে একজন মারা গেছেন বলে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে।
মোট মৃতের মধ্যে বন্যার পানিতে ডুবে ১০৩ জন, বজ্রপাতে ১৬ জন, সাপের কামড়ে দুজন, ডায়রিয়ায় একজন এবং অন্যান্য কারণে ৯ জন মারা গেছেন।
দেশের ১৮৫টি উপজেলা বন্যাকবলিত। এর মধ্যে ৩৩টি সিলেট বিভাগে, রংপুর বিভাগে তিনটি, ময়মনসিংহ বিভাগে সাতটি এবং চট্টগ্রাম বিভাগে একটি উপজেলা রয়েছে।
সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও মৌলভীবাজার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা; যেখানে যথাক্রমে ১৩, ১১, ৭ ও ৫ উপজেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।