আগস্টে ঢাকা সফরে আসছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী

Slider সারাবিশ্ব


ঢাকা সফর করতে আগ্রহী চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। দেশটির পক্ষ থেকে আগস্টের ৫-৬ তারিখ প্রস্তাব করা হয়। তবে বাংলাদেশের পক্ষ থেকে একদিন পিছিয়ে দেয়ার অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে গত রোববার (২৪ জুলাই) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দেখাও করেছেন চীনের রাষ্ট্রদূত লি জিমিং।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী আসিয়ানের পাঁচটি দেশ সফর শেষে ঢাকা আসতে আগ্রহী। কিন্তু ওই সময়ে পররাষ্ট্রমন্ত্রী আসিয়ান রিজিওনাল ফোরামের বৈঠকে যোগ দেওয়ার জন্য কম্বোডিয়ার রাজধানী নমপেনে থাকবেন।

তিনি বলেন, আমরা সফরটি একদিন পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছি। যদি এটি সম্ভব হয় তবে আমরা চীনের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত।

চলমান বৈশ্বিক সংকট তথা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর ইন্দো-প্যাসিফিক ভিশন নিয়ে উদ্বিগ্ন চীন। এ সময় বন্ধু রাষ্ট্রগুলোকে পাশে চায় দেশটি।

উল্লেখ্য, চীনের পররাষ্ট্রমন্ত্রী ২০১৭ সালের নভেম্বরে শেষবারের মতো ঢাকা সফর করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *