রাবির ভর্তি পরীক্ষা সকাল ৯টায় শুরু

Slider শিক্ষা


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা হচ্ছে আজ সোমবার (২৫ জুলাই)। সকাল ৯টায় প্রথম দিন ‘সি’ ইউনিটে ৭২ হাজার ৪১০ পরীক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করবেন।

এ ছাড়া আরও দুদিন চলবে নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। এরই মধ্যে শেষ হয়েছে সব প্রস্তুতি।
তিন স্তরের নিরাপত্তায় ভর্তি পরীক্ষায় অংশ নেবে অন্তত দেড় লাখ পরীক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে লড়বেন ৩৮ জন।

জানা যায়, পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। সোমবার ‘সি’ ইউনিট, আগামীকাল মঙ্গলবার (২৬ জুলাই) ‘এ’ ইউনিট এবং বুধবার (২৭ জুলাই) ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ৯টায় শুরু হয়ে ৪ ধাপে ঘণ্টাব্যাপী এ পরীক্ষা চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

এ বছর মোট চার হাজার ৬৪১টি আসনের বিপরীতে জমা পড়ে এক লাখ ৭৮ হাজার ২৬৮টি চূড়ান্ত আবেদন। পরীক্ষার কেন্দ্রে নিষিদ্ধ থাকবে মোবাইল ক্যালকুলেটরসহ যে কোনো ধরনের ইলেকট্রিক ডিভাইস। ৩০ মিনিট আগে প্রবেশ করতে হবে কেন্দ্রে।

এদিকে ভর্তি জালিয়াতচক্রের অপতৎপরতা বন্ধে সজাগ থাকার কথা জানান রাবি উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির ছাত্তার তাপু।

তিনি বলেন, এবারও তিনটি ইউনিটে এক ঘণ্টার এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটরসহ অন্যান্য মেমোরিযুক্ত বা অন্য কোনো ধরনের ইলেকট্রনিকস ডিভাইস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে দেয়া হবে না। প্রতারকচক্রের কোনো ফাঁদে পা না দেয়ার অনুরোধ উপাচার্যের।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক জানান, ভর্তি পরীক্ষা যেন নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে।

এরই মধ্যে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা হল, ছাত্রাবাস, আবাসিক হোটেলে ভিড় করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *