সুনামগঞ্জ ও গাইবান্ধায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

Slider জাতীয়
 73591_bojro
 সুনামগঞ্জের দিরাই উপজেলায় বজ্রপাতে আব্দুল কাদের (১৮) ও হরি ভক্ত দাস (৪৫) নামে ২ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ খবর দিয়েছেন আমাদের সুনামগঞ্জ প্রতিনিধি। আব্দুল কাদের উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের রমজান আলীর ছেলে এবং হরি ভক্ত দাস একই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের মাহতাপুর গ্রামের বাসিন্দা। সকালে কাদের উপজেলার ভাটিপাড়া গ্রামের পাশের বাড়ির বোরো ধান কাটতে কালিগুটা হাওরে যায়। এ সময় হঠাৎ বজ্রপাতে হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে উপজেলার সরমঙ্গল ইউনিয়নের মাহতাপুর গ্রামের পাশের হাওরে ধান কাটতে গেলে একই সময়ে বজ্রপাতে হরি ভক্ত দাসও মারা যান। এদিকে উত্তরাঞ্চল প্রতিনিধি জানান, গাইবান্ধা শহরের কুঠিপাড়ায় সকালে বজ্রপাতে নারায়ন চন্দ্র নামের এক ব্যক্তি নিহত এবং স্ত্রী কমলা রানী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো আজও স্বামী স্ত্রী দুজন শহরের কুঠিপাড়ার বাড়ির আঙ্গিনায় সকালের রান্না করছিলেন। সকাল ৯ টার দিকে হঠাৎ করে বজ্রপাত হলে নারায়ন চন্দ্রের শরীর ঝলসে যায় এবং স্ত্রী কমলা রানী আহত হয়। এলাকাবাসী গুরুতর আহত দুজনকে গাইবান্ধা আধুনিক হাসপতালে নিলে চিকিৎসকরা নারায়ন চন্দ্রকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *