“আর ভালো লাগেনা ” ……মুন্নি রুনা ….

Slider বিনোদন ও মিডিয়া

11133967_338892972986516_5392789172853536454_n

আকাশ ভাবতে আর ভালো লাগেনা
মন যে আমার ভাবুক হয়ে যায়।
নদী দেখতে আমার আর ভালো লাগেনা,
মন যে নদীর স্রোতে ভাসতে চায়।
খোঁপায় ফুল গুঁজতে আর ভালো লাগেনা,
ফুলের স্পর্শে মন কোমলতা পায়।
জোৎস্না আমার আর ভালো লাগেনা,
জোৎস্নার আলোতে মন ভীষন্নতায় ছেয়ে যায়।
গান শুনতে আমার আর ভালো লাগেনা,
মন যে সুরে সুরে সুর ছড়াতে চায়।
তোমাকে ভাবতে আমার আর ভালো লাগেনা,
মন যে কস্টে জড়িয়ে যায়।
আজ আমাকেও ভাবতে আর ভালো লাগছেনা,
কারণ মন তোমাকে না ডেকে থাকতে পারেনা।
সব ভালো না লাগার কারণ কি শুধুই তুমি?
এটা কেমন নিয়তি?
তাই তোমায় বলছি নিয়তি আর কতো পোড়াবে তুষাগুনে,
আমার যে আর ভালো লাগেনা বাঁচতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *