আকাশ ভাবতে আর ভালো লাগেনা
মন যে আমার ভাবুক হয়ে যায়।
নদী দেখতে আমার আর ভালো লাগেনা,
মন যে নদীর স্রোতে ভাসতে চায়।
খোঁপায় ফুল গুঁজতে আর ভালো লাগেনা,
ফুলের স্পর্শে মন কোমলতা পায়।
জোৎস্না আমার আর ভালো লাগেনা,
জোৎস্নার আলোতে মন ভীষন্নতায় ছেয়ে যায়।
গান শুনতে আমার আর ভালো লাগেনা,
মন যে সুরে সুরে সুর ছড়াতে চায়।
তোমাকে ভাবতে আমার আর ভালো লাগেনা,
মন যে কস্টে জড়িয়ে যায়।
আজ আমাকেও ভাবতে আর ভালো লাগছেনা,
কারণ মন তোমাকে না ডেকে থাকতে পারেনা।
সব ভালো না লাগার কারণ কি শুধুই তুমি?
এটা কেমন নিয়তি?
তাই তোমায় বলছি নিয়তি আর কতো পোড়াবে তুষাগুনে,
আমার যে আর ভালো লাগেনা বাঁচতে।