দেশে করোনাভাইরাসে মৃতদের মধ্যে প্রায় ৭০ শতাংশই টিকা নেননি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম।
তিনি বলেন, টিকা শতভাগ মৃত্যু নিয়ন্ত্রণ করতে না পারলেও যারা টিকা নিয়েছেন, তারা এক ধরনের সুরক্ষা পেয়েছেন। তাদের মধ্যে কেউ আক্রান্ত হলেও জটিলতা অনেকাংশেই কমে গেছে। এ জন্যই সবাইকে দ্রুত টিকার আওতায় আসতে হবে।
রোববার (২৪ জুলাই) দুপুরে রাজধানীর হোটেল অরনেটে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ন্যাশনাল লিভার ফাউন্ডেশন ও হেলথ রিপোর্টার্স ফোরাম যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
মো. খুরশীদ আলম বলেন, গত কিছুদিন ধরে অনেকেই সর্দি-জ্বরে আক্রান্ত হয়েছে। তাদের সবাই হয়তো পরীক্ষাও করেননি। কিন্তু যারা পরীক্ষা করিয়েছেন তাদেরই করোনা পজিটিভ এসেছে।
মহাপরিচালক বলেন, টিকা নিলে কেউ মারা যাবে না এটাও তো বলা হয়নি। কিন্তু অনেক গবেষণা করে টিকা আবিষ্কার করা হয়েছে। নিশ্চয়ই এটাতে উপকার আছে। সম্পূর্ণ প্রতিরোধ ব্যবস্থা না হলেও অনেকটা সুরক্ষা দিচ্ছে।
অনেকে মডার্নার টিকার দ্বিতীয় ডোজ পাননি, কবে নাগাদ পেতে পারে— জানতে চাইলে খুরশীদ আলম বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে টিকা অবশ্যই পাবে। ব্যবস্থা করে দেওয়া হবে।