গাসিক মেয়র সহ ৪২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে

Slider গ্রাম বাংলা

gazipurmannan_68526

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নানকে ৪ নং আসামী করে মোট ৪২জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।

বৃহসপতিবার(৩০ এপ্রিল) গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ফারজানা হক অভিযোগপত্র গ্রহন করে ১২মে অভিযোগপত্র গ্রহনের শুনানীর তারিখ নির্ধারন
করেন।

আদালত সূত্র জানায়, এরমধ্যে মেয়র মান্নান ৪নং আসামী। বিএনপির গাজীপুর জেলা সভাপতি ফজলুল হক মিলন ৫নং আসামী।

২০১৪ সালের ২৯ ডিসেম্বর গাজীপুরে বেগম জিয়ার  জনসভার অনুমতি দেয়ার দাবিতে জেলা বিএনপি  ২৭ ডিসেম্বর গাজীপুরে সকাল সন্ধা হরতাল আহবান করে। হরতালের
দিনে মহানগরের বড়বাড়ি এলাকায় ঢাকাগামী সাংবাদিক বহনকারী একটি গাড়িতে হামলা হয়। ওই ঘটনায় মেয়র মান্নান ও ফজলুল হক মিলন সহ ৩০জনের বিরুদ্ধে
জয়দেবপুর থানায় মামলা হয়। মামলার বাদী স্থানীয় সাংবাদিক এম এ ফরিদ।

ওই মামলায় ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারী ঢাকার বাসা থেকে মেয়র মান্নান গ্রেফতার হয়। বর্তমানে মেয়র মান্নানের নামে ৪টি মামলা রয়েছে। তিনি
কারাাগরে আছেন।

গাজীপুর কোর্ট পুলিশের পরিদর্শক রবিউল ইসলাম সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *