জিম্বাবুয়ে সফরে নতুন অধিনায়কের নাম ঘোষণা

Slider খেলা


তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৬ জুলাই জিম্বাবুয়ে যাচ্ছে বাংলাদেশ দল। এ সিরিজে সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। তবে তিনি স্থায়ীভাবে বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব পাননি। শুক্রবার (২২ জুলাই) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা জানান ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরী।

জালাল ইউনুস বলেন, ‘আপনারা জানেন যে, টি-টোয়েন্টিতে বাংলাদেশের অধিনায়ক ছিল মাহমুদউল্লাহ রিয়াদ। আমরা তাকে ডেকেছিলাম। তার সঙ্গে আলাপ-আলোচনার পর সিদ্ধান্ত নিয়েছি যে, জিম্বাবুয়েতে এবার একটা নতুন টিম পাঠাব। এর মধ্যে কিছু সিনিয়র প্লেয়ারও থাকছে না। মুশফিক থাকবে না, সাকিব থাকবে না। তাদের এ ব্যাপারটা আমরা জানিয়েছিও। এ টিমকে নিয়ে আমরা ভালো কিছু একটা আশা করছি। দেখতে চাই ওরা কেমন করে। এ টিমটাকে লিড করবে নুরুল হাসান সোহান।’

সোহানকে কেন নেতৃত্ব দেয়া হলো, এমন প্রশ্নের জবাবে জালাল বলেন, ‘ও স্থানীয় ক্রিকেটে অধিনায়কত্ব করেছে। প্রিমিয়ার লিগেও নেতৃত্ব দিয়েছে। আর ওর মধ্যেও আমরা নেতৃত্বের একটা গুণ দেখেছি। অনেকের সঙ্গে আলাপ-আলোচনা হয়েছে। আর এটা কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত না, এটা বোর্ডের বিষয়। সে টি-টোয়েন্টিতে আক্রমণাত্মক এবং দলকে অনুপ্রেরণা দিতে পারে।’

রিয়াদ আরও বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারেন কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা সোহানকে দায়িত্ব দিয়েছি। তার মানে এটাই চূড়ান্ত না। রিয়াদরা আছে। সেটা আমরা পরে চিন্তা করব। জিম্বাবুয়ের সফরটা আমাদের জন্য পরীক্ষামূলক না। কারণ আমরা তো ভালো করছি না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *