করোনা : ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত কমেছে

Slider জাতীয়


দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে ৬২০ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।
এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ২৫৮ জন এবং শনাক্তের সংখ্যা ২০ লাখ ৮৮৯ জনে পৌঁছেছে।

শুক্রবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

এর আগে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিফতর জানিয়েছিল, আগের ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু এবং ৮৮৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৪১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময় শনাক্তের হার ৮ দশমিক ৩৬ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ১ হাজার ৭৬৫ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৩৩ হাজার ২৪৯ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৬২ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *