ষ্টাফ করেসপনডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস : পুলিশের সাবেক মহাপরিদর্শক(আইজি) শহিদুল হকের নাম ভাঙ্গিয়ে পুলিশ-সন্ত্রাসী দিয়ে জনতার তোপের মুখে জোরপূর্বক বিদ্যুতের লাইন স্থাপনের ঘটনায় কাজ শেষের দুই দিন পর জিডি রেকর্ড করেছে থানা পুলিশ।
রোবাবার দুপুরে গাজীপুর মহানগরের দেশিপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে অভিযোগ জমা দিলেও ১জুলাই জিডি রেকর্ড হয়। পুলিশ উপস্থিত থেকে অপরাধ সংঘটন করার প্রায় তিন দিনের মাথায় জিডি হয়। (জিডি নং ৩৫৩)।
স্থানীয় সূত্র জানায়, ঢাকার জনৈক আবু তালেব দেশিপাড়া এলাকায় কিছু জমি কিনে একটি কারখানা নির্মান করছেন। ওই কারখানাতে বিদ্যুতের লাইন স্থাপন করতে গিয়ে একাধিক ব্যাক্তির মালিকানা জমি ক্ষতিগ্রস্থ হওয়ার আশংকা দেখা দেয়। ক্ষতি গ্রস্থরা প্রতিকার চেয়ে গাজীপুর পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার(জিএম) বরাবর একটি দরখাস্ত করেন।
রোববার আবু তালেব কতপিয় অস্ত্রধারী সন্ত্রাসী ও জয়দেবপুর থানার পুলিশ নিয়ে ঘটনাস্থলে যায়। সেখানে এলাকাবাসীর তোপের মুখে জোরপূর্বক বিদ্যুতের খুঁটি স্থাপন করেন। এ বিষয়ে ক্ষতিগ্রস্থ জনৈক রুহুল আমিন জয়দেবপুর থানায় অভিযোগ দিলে পুলিশ তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে উপস্থিত জয়দেবপুর থানার উপ-পরিদর্শক(এসআই) দিদারুল আলমকে তদন্তের দায়িত্ব দেন।
কিন্তু অভিযুক্ত দারোগার উপর তদন্তের দায়িত্ব দেয়ায় তিনি কর্নপাত না করে জোরপূর্বক বিদ্যুতের লাইন স্থাপন কাজ সম্পন্ন করে থানায় ফিরে আসেন। বিষয়টি পত্রপত্রিকায় প্রকাশিত হওয়ার পর ১জুলাই রাতে অভিযোগটি জিডি আকারে রেকর্ড হয়।
এ ব্যাপারে জয়দেবপুর থানার উপ-পরিদর্শক(এসআই) দিদারুল আলম বলেন, সাবেক আইজি শহিদুল হক স্যার পাঠিয়েছেন। আমি বেকায়দায় ছিলাম।
সংশ্লিষ্ট এলাকার একটি দায়িত্ব শীল সূত্র জানায়, নির্মানাধীন ওই প্রতিষ্ঠান ভেজাল জমি কিনে কারখানা নির্মান করছেন। জমি নিয়ে মামলা মোকদ্দমা চলা অবস্থায় তিনি জোরপূর্বক নির্মান কাজ করছেন। কিছু জমি কিনে আরো জমি জবর দখল করার অংশ হিসেবে ওই কারখানার মালিক এলাকার মানুষের কাছে শক্তি প্রদর্শন করতে বিদ্যুতের খুঁটি জোরপূর্বক লাগিয়েছেন। পুলিশ ও সন্ত্রাসী মিলে খুঁটি লাগানোর সময় পুলিশের গাড়ির পাশে বেশ কিছু মোটর সাইকেলে চিহিৃত সন্ত্রাসীরা এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য মহড়া দিয়েছেন বলে সূত্রের দাবি।
এ ব্যাপারে অভিযোগকারী রুহুল আমিন জানান, থানায় অভিযোগ দেয়ার সময় সেকেন্ড অফিসার ও ওসি মোবাইল ফোনে দারোগা দিদারুলকে থানায় চলে আসতে বললেও দিদারুল বিদ্যুতের লাইন স্থাপনের কাজ শেষে করে থানায় আসেন।
রুহুল আমিনের অভিযোগ, যে দারোগা সন্ত্রাসীদের নিয়ে জোরপূর্বক বিদ্যুতের লাইন স্থাপন করেছেন তাকেই অভিযোগের তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। ২৯ তারিখের ঘটনা চলমান থাকাকালে অভিযোগ দেয়া হলেও ১জুলাই অভিযোগটি জিডি আকারে থানায় রেকর্ড করা হয়। প্রতিপক্ষ কাজ শেষ করার পর জিডি রেকর্ড হলো।
এ ব্যাপারে জয়দেবপুর থানার সেকেন্ড অফিসার মাহফুজুর রহমান বলেন, বিষয়টি আমি জানিনা।