বিশ্বকাপে যেকোনো দলকে হারাতে পারে আর্জেন্টিনা’

Slider খেলা


ঘনিয়ে আসছে কাতার বিশ্বকাপ। এই আসরে হট ফেভারিট আর্জেন্টিনা। লিওনেল মেসির নেতৃত্বে টুর্নামেন্টের আগে দারুণ করছে দলটি। তাইতো বিশ্বকাপে আলবিসেলেস্তাদের সেরা মানছেন দেশটির বিশ্বকাপজয়ী তারকা হোর্হে ভালদানো।

ইএসপিএনের সঙ্গে ৬৬ বছর বয়সী ভালদানো কথা বলেছেন, আর্জেন্টিনা, বিশ্বকাপ, লিওনেল মেসি ও কোচ লিওনেল স্কালোনিকে নিয়ে। যেখানে কাতারে নিজ দেশের শিরোপা জয়ের সুযোগ দেখছেন তিনি।

ভালদানো বলেন, ‘এই মুহূর্তে আমরা ভালো করছি। তবে আমি দক্ষিণ আমেরিকা ও ইউরোপের দলগুলোর মধ্যে অনেক তফাত দেখছি। আমি মনে করি বিশ্বকাপে আর্জেন্টিনা যেকোনো দলকে হারাতে পারে। কিন্তু ডেনমার্ক, সুইজারল্যান্ড ও বেলজিয়ামের মতো শারিরীকভাবে শক্তিশালী ও টেকনিক্যালি সেরা দলগুলোর বিপক্ষে খেলা কঠিন হবে।’

হেড কোচ স্কালোনিকে নিয়ে তিনি বলেন, ‘খেলোয়াড়রা স্কালোনিকে বিশ্বাস করে। তিনি দলের ব্যালেন্স নিয়ে উন্নতি করেছেন। এই দলে অনেক খেলোয়াড় আছে যারা জাতীয় দল ও ক্লাবের হয়ে ভালো করছে। স্কালোনি দলে আসার পর থেকে দারুণ বুদ্ধিমত্তায় কাজ করেছেন। তিনি কর্তৃত্ব নিজের কাছে রাখতে পেরেছে ও উন্নতি করছেন। তার এক সময় সেভাবে পরিচিতি ছিল না। তবে তিনি সমর্থকদের মন জয় করেছেন।’

দলের সেরা তারকা ও অধিনায়ক মেসিকে নিয়ে ১৯৮৬ বিশ্বকাপজয়ী বলেন, ‘মেসি যখন উইঙ্গার হিসেবে খেলেন, তখন মনে হয় যেন তিনি পজিশনের জন্যই জন্ম নিয়েছেন। তিনি যখন ফলস নাইন হিসেবে খেলেন, তখন মনে হয় এটা নিয়েই তিনি বড় হয়েছে। বর্তমানে তিনি কৌশল করে খেলেন, এটা যেন মনে হয় তিনি এর জন্যই জন্ম নিয়েছেন।’

‘আপনি তাকে যেখানেই খেলান না কেন, তিনি এটার একটা সহজ পথ খুঁজে বের করেন ও অসাধারণ দক্ষতায় খেলেন।’-যোগ করেন ভালদানো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *